নগরীতে দুই গৃহবধূর আত্মহত্যা

স্বামীর ওপর অভিমান

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ৯:১৬ পূর্বাহ্ণ

স্বামীর ওপর অভিমান করে গতকাল শনিবার নগরীর ডবলমুরিং ও পাহাড়তলী থানা এলাকায় দুই গৃহবধূ আত্মহত্যা করেছেন। তারা হলেন ডবলমুরিং থানার চারিয়াপাড়া এলাকার ফারজানা আকতার পপি (২৭) ও পাহাড়তলী থানার হরি মন্দির এলাকার শাহেদা বেগম (৩০)। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, গতকাল দুপুর ২টার আগে ফারজানা আকতার পপির মরদেহ হাসপাতালে আনা হয়। তার কিছুক্ষণ পরেই আসে শাহেদা বেগমের (৩০) মরদেহ। স্বামীর সাথে কথাকাটির জের ধরে তারা আত্মহত্যা করেন।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, ফারজানা আকতার পপি চারিয়াপাড়া এলাকার গফুর ম্যানশনে থাকতেন। তার স্বামীর নাম আবুল বাশার বাবলু। স্বামীর সাথে বিরোধের জের ধরে প্রায় ৩ বছর ধরে বাপের বাড়িতে থাকতেন তিনি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে শাহেদা বেগম হরি মন্দির এলাকার কলেজ রোড সংলগ্ন এজাহার মিয়ার ভাড়া ঘরে বসবাস করতেন। তিনি গার্মেন্টসকর্মী ছিলেন। তার স্বামীর নাম মো. রানা। এটি শাহেদা বেগমের দ্বিতীয় বিয়ে ছিল।

পূর্ববর্তী নিবন্ধকরোনা রোগীদের জটিলতা কমাতে পারে ফ্লুভক্সামিন
পরবর্তী নিবন্ধঝুঁকির মুখে রাঙামাটি ফিশারি সংযোগ সড়ক ও বাঁধ