বৃহত্তর চট্টগ্রাম মার্কেট মালিক সমিতির আহ্বায়ক এস এম সামসুদ্দিন ও যুগ্ম আহ্বায়ক এম হোসাইন এক যুক্ত বিবৃতিতে বৃহওর চট্টগ্রামের সকল মার্কেট, শপিং মলের সামনে হকার বসতে না দেয়ার জন্য চসিক ও পুলিশের প্রতি দাবি জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে সারা দেশের ন্যায় চট্টগ্রামের ব্যবসায়ীরা খুব লোকসানের মধ্যে আছে। আর্থিক সংকটে ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম। তার ওপর মার্কেটগুলোর সামনে, প্রবেশ পথে ফুটপাথে হকারদের দোকান বসানোয় মার্কেটগুলোর ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্রেতারা মার্কেটে প্রবেশে বাধাগ্রস্ত হয়ে ফুটপাথ থেকে জিনিসপত্র কিনে চলে যাচ্ছে।
এ ব্যাপারে নেতৃবৃন্দ চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।