নগরীর আলকরণ, ফিরিঙ্গি বাজার, বংশাল রোড, আরসি চার্চ রোড, এয়াকুবনগর, পাথরঘাটা জলিলগঞ্জ, টেকপাড়া, জেলেপাড়া, গুর্খা ডাক্তার লেনসহ আশেপাশের এলাকার বসিন্দাদের মধ্যে ডায়রিয়া ও বমির প্রার্দুভাব দেখা দিয়েছে। এ ব্যাপারে অভিযোগ করেছেন মানব কল্যাণ ও সেবা ট্রাস্ট বাংলাদেশের সভাপতি এম হোসাইন ও সেক্রেটারি এম এস হক।
গতকাল শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয় গত দুই সপ্তাহ ধরে এলাকার মানুষের মাঝে এই ধরনের অসুখ দেখা দিয়েছে। চট্টগ্রাম ওয়াসার পানির কারণে এ অবস্থা হচ্ছে কিনা তা জানতে ওয়াসা কর্তৃপক্ষকে পানি পরীক্ষা করে দেখতে বলা হয়। কিন্তু তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ সেবা ট্রাস্টের দুই নেতার।
তারা বলেন, দুই সপ্তাহ আগে থেকে ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি আসছিল। এর মধ্যে ওয়াসা দুদিন পানি বন্ধ রাখে। আবার পানি দেয়। তারপরও গন্ধ যায়নি। এলাকার মানুষের প্রথমে বমি, তারপর পাতলা পায়খানা হচ্ছে। তাই এসব এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াসার প্রতি আহ্বান জানান তারা।
এই ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম আজাদীকে বলেন, ওয়াসার একই পানি পুরো শহরে যাচ্ছে। কোথাও এই ধরনের কোনো অভিযোগ নেই। এটা ওই এলাকার সমস্যা হতে পারে। সংশ্লিষ্ট প্রকৌশলীদের বিষয়টি এখনই দেখতে বলছি।