সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অনুসরণের বিকল্প নেই

মাহফিলে অভিমত

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:১১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ১০ নভেম্বর কেন্দ্রের মিলনায়তনে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সম্মানি সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, ভাইস-চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ) প্রকৌশলী দেওয়ান সামিনা বানু, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রকৌশলী তাজুল ইসলাম ও অধ্যাপক ড. প্রকৌশলী মো. জামাল উদ্দিন আহমেদ। লালখান বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ কারী মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী এতে প্রধান আলোচক ছিলেন। তিনি বলেন, বিশ্ব জগত তৈরির আগেই মহানবীকে (সাঃ) শ্রেষ্ঠ নবী হিসেবে আল্লাহ তাঁর আসন চিহ্নিত করেছেন। তিনি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আবির্ভাব হতে শুরু করে ওফাত পর্যন্ত তাঁর আচার-আচরণ, চলাফেরা ও সুন্নিয়তের যে আদর্শ রেখে গেছেন, তা পর্যালোচনা করলে দেখা যায় তাঁর প্রতিটি কাজে মানবজাতি তথা সৃষ্টিকুলের কল্যাণ নিহিত রয়েছে।
সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান বলেন, মানব জাতি স্ব স্ব ধর্মের যথাযথ অনুসরণ করলে বিশ্বে হিংসা বিদ্বেষ, বৈষম্য থাকবে না। তিনি বলেন, আজকের দিনেও মানব সমাজ তাঁর আদর্শ অনুসরণ করলে পুরো বিশ্বকে শান্তিপূর্ণ বিশ্ব হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
হাফেজ ক্কারী মাওলানা মুহাম্মদ সোহাইল উদ্দিন জেহাদী দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন । এছাড়াও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মগদাই মধ্যম পাড়া সমাজ কল্যাণ সংঘ
আমাদের রাউজান প্রতিনিধি জানান
দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই মধ্যম পাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়। গত ১০ নভেম্বর মিলাদুন্নবী (সাঃ) মাহফিলের কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরান, মিলাদ মাহফিল, মোনাজাত ও তবরুক বিতরণ। স্থানীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সমাজ সেবক মো. শফি। প্রধান অতিথি ছিলেন রাউজান আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পশ্চিম গুজরার চেয়ারম্যান সাহাবুদ্দীন আরিফ। মো. মহিউদ্দীনের সঞ্চালনায় মাহফিলে প্রধান বক্তা ছিলেন রৌফাবাদ পাহাড়িকা আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু বকর। বক্তব্য রাখেন আব্দুল মালেক মেম্বার, লিয়াকত আলী চৌধুরী, সাংবাদিক নেজাম উদ্দিন রানা, মো. কাশেম, মাওলানা রেজাউল করিম, হাফেজ মো. জাকের, মাওলানা মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আলী আজগর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদুই ট্রেনের ধাক্কায় বিলীন স্বপ্ন
পরবর্তী নিবন্ধআহত যুবলীগকর্মী মারুফের হাসপাতালে মৃত্যু