নগরীতে ট্রাকে তল্লাশি চালিয়ে টুথপেস্টের প্যাকেটের ভেতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে সিআইডি। এসব ইয়াবার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এসময় ট্রাক চালক ও সহকারীকে আটক করা হয়। গতকাল ভোররাত সাড়ে তিনটার দিকে কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতু টোল প্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটকৃতরা হলো, নারায়নগঞ্জ সোনারগাঁও থানার বাসিন্দা মিজান খাঁর ছেলে মনির হোসেন (৩০) ও একই জেলার বন্দর থানার মদনপুর গ্রামের আবুল বাশারের ছেলে সুমন মিয়া (৩৫)।
সিআইডির বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, আটক দুইজন বিভিন্ন সময় কঙবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নারায়নগঞ্জে নিয়ে গিয়ে মাদকসেবী ও ব্যবসায়ীর কাছে পাইকারি ও খুচরা বিক্রি করতো। তারা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সাথে জড়িত। অভিযান পরিচালনাকারী সিআইডি চট্টগ্রামের পরিদর্শক ফজলুল কাদের আজাদীকে বলেন, ইউনিলিভার কোম্পানির টুথপেস্টের ৭টি খালি প্যাকেটের ভেতরে ইয়াবাগুলো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। এভাবে সাতটি টুথপেস্টের প্যাকেট থেকে বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্রাকটির পেছনে বিশেষ কায়দায় বানানো একটি চেম্বারে প্যাকেট ভর্তি ইয়াবাগুলো লুকানো অবস্থায় ছিল। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে কঙবাজার থেকে চট্টগ্রামে আসা ট্রাকটিকে থামানোর সংকেত দেয় সিআইডি টিমের সদস্যরা। এসময় মাদক পাচারকারীরা ট্রাকটি থামিয়ে পালানোর চেষ্টাকালে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয় বলে জানান সিআইডি কর্মকর্তারা।