চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের নিমিত্তে বাছাইকৃত চট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের আগামীকাল রবিবার দুপুর ২ টায় খেলার সরঞ্জাম সহ এম এ আজিজ স্টেডিয়ামে জেলা ফুটবল দলের ম্যানেজার কাজী মো: জসীম উদ্দীন এর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে। বাছাইকৃত খেলোয়াড়রা হলেণ গোলরক্ষক – ফারুক, নিজাম, ইমন, আরমান। স্টপার- আক্তার, ইমন-১, ইমন-২, সাজ্জাদ, রাসেল। রাইট ব্যাক – মো: জুয়েল, মিজান, প্রকাশ। লেফট ব্যাক- খোরশেদ, বাবু, সাইম। মধ্যমাঠ- সুমন, ফারুক, শাহীন, ইফতেখার, তানভীর, মহিবুল । রাইট মিড- বেলাল, রাজীব, রানা, আসিফ। লেফট মিড- আসিফ, ফাহিম, জামাল, রাশেদ। স্টাইকার- ইকবাল, ফারুকুল ইসলাম (আনন্দ), মেজবাহ, রিপন।