মাছের সাথে শত্রুতা!

বাঁশখালীতে বিষ ঢেলে ১০ লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলল দুর্বৃত্তরা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৪:৪৮ অপরাহ্ণ

বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে ২টি মৎস্য প্রকল্পে বিষ ঢেলে দিয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার মাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার সরল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাইরাং এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত মৎস্য প্রকল্প দু’টির মালিক মো. রাসেল উল্লাহ বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরল ইউনিয়নের পাইরাং এলাকার নজির আহমদের পুত্র মো. রাসেল উল্লাহ দীর্ঘদিন ধরে প্রকল্পে মাছ চাষ করে আসছিলেন। এরই মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্তের দল বৃহস্পতিবার গভীর রাতে তার ২টি প্রকল্পে বিষ ঢেলে দেয়।
পরদিন আজ শুক্রবার (১৩ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন প্রকল্পে মরা মাছ ভাসতে দেখে মালিক মো. রাসেল উল্লাহকে ফোন করে খবর দেন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি প্রকল্পে এসে দেখেন তার দু’টি প্রকল্পের সবগুলো মাছ মরে গিয়ে পানিতে ভাসতে থাকে।
প্রায় ২ বছর আগে চাষকৃত কাতাল, রুই, পাঙ্গাস, নাইলোটিকা, গ্রাস কার্প, কার্প ইত্যাদি মাছগুলোর একেকটি প্রায় ২-৩ কেজি ওজনের হবে।
দুর্বৃত্তরা ২টি প্রকল্পে বিষ ঢেলে দিয়ে ৩০-৩৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ যেন মাছের সাথে শত্রুতা!
এদিকে ঘটনাস্থল থেকে ফোমিটক্স নামক ৩টি বিষের বোতল পাওয়া গেছে। ঐ বিষ দ্বারা মাছগুলো মেরে ফেলা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
ক্ষতিগ্রস্থ মৎস্য প্রকল্পের মালিক মো. রাসেল উল্লাহ বলেন, “স্থানীয় কতিপয় দুর্বৃত্তের দল পূর্ব শত্রুতার জের ধরে আমার প্রকল্প দু’টিতে বিষ ঢেলে দিয়ে সবগুলো মাছ মেরে ফেলেছে। ৩০-৩৫ মণ মাছ নষ্ট করে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। আমার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু মাছের সাথে কী শত্রুতা ছিল তাদের? এতগুলো মাছ কেন নষ্ট করল তারা? আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, “পাইরাং এলাকায় প্রকল্পে বিষ ঢেলে দিয়ে মাছ মেরে ফেলার ঘটনাটি শুনেছি। তদন্তপূর্বক এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আরও ১৯ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধলিবিয়ায় নৌকাডুবিতে ৭৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু