বাংলাদেশি ৯ জেলে এখনো মিয়ানমারে আটকা

ছেড়ে দিতে বিজিবির চিঠি

টেকনাফ প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের হাতে (বিজিপি) আটক বাংলাদেশি ৯ জেলেকে এখনো ছাড়া হয়নি। গত ১০ নভেম্বর দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের মোহনা হতে এদের ধরে নিয়ে যায় বিজিপি। এ সময় নৌকার ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশী জলসীমানায় ভাসছিলেন তারা। জব্দ করা নৌকা সমেত তাদের ফেরত দিতে বিজিপিকে অনুরোধ জানিয়ে গতকাল ১২ নভেম্বর চিঠি দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান।
জানা যায়, নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনায় ৯ জেলে ইঞ্জিন বোটে মাছ শিকারে বের হন। তারা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. নুরুল আলম (৩৯), মো. ইসমাইল হোসেন (২৭), মো. ইলিয়াছ (২৫), মো. ইউনুছ আলী (২৫), মোহাম্মদ কালা ওরফে কালাবদা (৩৪), সাইফুল ইসলাম, সলিমুল্লা, মো. কামাল মিয়া (২০) ও মো. লালু মিয়া (৩০)।
নৌকার মালিক মোহাম্মদ আমিন জানান, জেলেদের পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে। টেকনাফের সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ নুরুল আমিন মানবিক বিবেচনায় জেলেদের ফেরত আনতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান বলেন, মানবিক দিক বিবেচনা করে জেলেদের ছেড়ে দিতে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। আশা করি শীঘ্রই তারা ফিরে আসবে।
উল্লেখ্য, এর আগে ৭ নভেম্বর নাফ নদীর চোয়ারদ্বীপে এক জেলেকে গুলি করে হত্যা করে বিজিপি।

পূর্ববর্তী নিবন্ধতওবার মাধ্যমেই মানুষ যাবতীয় গুনাহ থেকে পবিত্র হতে পারে
পরবর্তী নিবন্ধওমানে করোনায় রাউজান প্রবাসীর মৃত্যু