সাতকানিয়ায় মোটর সাইকেল চোর চক্রের আরেক সদস্য গ্রেপ্তার

আদালতে মিয়া হত্যার কথা স্বীকার

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:১৭ পূর্বাহ্ণ

সাতকানিয়ার আলোচিত শফিকুল ইসলাম মিয়া হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তার নাম মো. রুবেল (২১)। গত বুধবার রাতে পার্বত্যজেলা বান্দরবানের আলীকদম সদর ইউনিয়নের দক্ষিণ-পূর্ব পালংপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুবেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর ভোরে সাতকানিয়ার বাইতুল ইজ্জত হরিণতোয়া রাস্তার মাথা এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপর মোটর সাইকেলের মালিক জাহাঙ্গীর আলম সবুজ তার এক বন্ধুকে সাথে নিয়ে অপর একটি মোটর সাইকেলযোগে চোরদের ধাওয়া করেন। এক পর্যায়ে কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার বাইতুল ইজ্জত আমতল এলাকায় চুরি হওয়া মোটর সাইকেলসহ এক চোরকে আটক করেন। আটকের পর মোটর সাইকেলের মালিক সবুজ আমতল এলাকায় থাকা তার বড় ভাই শফিকুল ইসলাম মিয়াকে ফোন করে ডেকে আনেন। তখন শফিকুল ইসলাম মিয়া আটককৃত চোরদের সাথে কথা বলছিলেন। এসময় পেছন দিক থেকে মোটর সাইকেল চোরদের ২ সহযোগী এসে শফিকুল ইসলাম মিয়ার মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে শফিকুল ইসলাম মিয়া ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ভাই জাহাঙ্গীর আলম সবুজ বাদী হয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মঙ্গলবার ছৈয়দ করিম নামে ১ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেয়া তথ্যের ভিত্তিতে পরে রুবেলকে গ্রেপ্তার করা হয় এবং রুবেল ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অপর এক আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে শ্রমিক কর্মচারী নেতা মোহাম্মদ আলী স্মরণে সভা
পরবর্তী নিবন্ধসাহারার আসনে হাবিব, নাসিমের আসনে ছেলে জয় জয়ী