রাউজানে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রাস্তাঘাট ও অফিস আদালতের বাইরের ঝোপঝাড় আর লতাপাতা পরিষ্কার করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিদের তদারকিতে স্থানীয় সরকার বিভাগের প্রকল্পে নিয়োজিত নারী শ্রমিকরা দল বেঁধে রাস্তার দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করছে। বর্ষায় স্যাঁতস্যাঁতে হয়ে পড়া ব্রিজ কালভার্টগুলোর রেলিংয়ে লাগানো হচ্ছে সাদার সাথে গোলাপি রং। রাস্তার দুপাশে বর্ষায় রোপণ করা লতাপাতার চাপের মধ্যে থাকা চারা গাছগুলো এখন মুক্ত পরিবেশ ফিরে পেয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উপজেলা জুড়ে চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নারী শ্রমিকদের পাশাপাশি এলাকার ছাত্র যুবকরা অংশ নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিনাজুরী ইউনিয়নের ব্যবসায়ী রাজিব চৌধুরী রাউজান-কাগতিয়া-নোয়াপাড়া সড়কে সবকটি বিজ কালভার্টের রেলিংয়ে রং লাগানোর জন্য অর্থ দিচ্ছেন। পশ্চিম গুজরার চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, উরকিরচর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, পাহাড়তলীর চেয়ারম্যান রোকন উদ্দিন প্রায় প্রতিদিন রাস্তায় থেকে পরিস্কার পরিচ্ছন্ন কাজের তদারকি করছেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ আজাদীকে বলেন, রাউজান হচ্ছে গ্রিন, পিংক ও ক্লিন উপজেলা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আবার ফিরিয়ে আনা হচ্ছে উপজেলার প্রকৃত রূপ।