জাদুশিল্পী জুয়েল আইচ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তির পরপরই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় বলে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ। খবর বিডিনিউজের।
তিনি বলেন, সিএমএইচে ভর্তির পর তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা বিবেচনা করে ভর্তির পরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার শারীরিক জটিলতা আছে। সবার কাছে দোয়া চাইছি।
এর আগে জ্বর নিয়ে রাজধানীর আরেকটি হাসপাতালে
চিকিৎসা ভর্তি ছিলেন জুয়েল আইচ। শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। করোনা ছাড়াও তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তার স্ত্রী বিপাশা আইচ ও মেয়ে খেয়া আইচ করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠেছেন। করোনায় আক্রান্ত হয়ে আগস্টে তার শাশুড়ি হোসনে আরা বেগম মারা গেছেন।