জামিন বাতিল ১০ আসামি কারাগারে

সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান হত্যা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২০ at ৫:০০ পূর্বাহ্ণ

সাতকানিয়ার ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন হত্যায় অভিযুক্ত ১০ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মামলার যুক্তি-তর্ক শেষে বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হকের আদালত এই আদেশ দেন। ১০ আসামির মধ্যে সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেজাম উদ্দিনও রয়েছেন।
জামিন বাতিল হওয়া নেজাম ছাড়াও বাকি আসামিরা হলেন মো. ইদ্রিস, জাহেদ, আবু মোহাম্মদ রাশেদ, ফারুক আহমদ, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, রফিক, ইমতিয়াজ প্রকাশ মানিক ও তাহের।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৪ অক্টোবর রাত ১২টায় সাতকানিয়া থানার মির্জাখীল বাংলাবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বলার সময় আওয়ামী লীগ নেতা ও সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনকে গুলি করে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসীরা। হত্যাকাণ্ডের পর ২০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তার স্ত্রী সৈয়দা রওশন আক্তার। মামলাটির তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে ২০০০ সালের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এদিকে আদালতে শুনানি চলাকালে ১০ আসামি উপস্থিত ছিলেন। আদালত ১০ আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী মারা যান। এ মামলায় পলাতক আসামির মধ্যে রয়েছেন বশির আহমদ চৌধুরী, ইদ্রিস, তারেক, মো. মোস্তাক আহমদ, মো. আইউব, মোহাম্মদ মোরশেদুল আলম, আব্দুল মালেক, জসিম উদ্দিন, খায়ের।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ঘরে ঢুকে দুই উপজাতিকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধডিপ্লোমা ছাড়াই নার্স ওষুধও মেয়াদোত্তীর্ণ