ঘরের চাল থেকে কবুতর নামাতে গিয়ে প্রাণ গেল স্কুল শিক্ষার্থীর

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ১১:০৬ অপরাহ্ণ

ঘরের চাল থেকে কবুতর নামাতে গিয়ে দুর্ঘটনাবশত প্রাণ গেল ৪র্থ শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীর। তার নাম মিতুল (১০)।
আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন ১নং ওয়ার্ড চাগাচর এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম জানান, চাগাচর এলাকার আবদুর রহিম প্রকাশ রহিম বকসুর ৪র্থ শ্রেণী পড়ুয়া শিশুপুত্র মিতুল প্রতিদিনের মতো কবুতর নামাতে তাদের ঘরের চালে উঠে। এসময় সে কবুতর নামিয়ে কবুতরের বাসায় ঢুকায় এবং বাসার দরজা বন্ধ করে চাল থেকে নেমে আসছিল। তখন চাল থেকে হঠাৎ পা পিছলে সে পড়ে যাওয়ার সময় দুই গাছের সাথে বাঁধা একটি নাইলনের রশি ধরার চেষ্টাকালে দুর্ঘটনাবশত রশিটি তার গলায় পেঁচিয়ে সে রশিটিতে ঝুলে যায়।
টিনের চাল থেকে পড়ে যাওয়ার শব্দ শুনে তার মা ঘর থেকে বের হয়ে দেখেন মিতুল রশিতে ঝুলছে। তখন তার আর্তচিৎকারে আশেপাশের মহিলার এগিয়ে আসে এবং রশিটি কেটে দিলে সে নিচে পড়ে যায়। এসময় সে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
নিহত মিতুল দোহাজারী কিন্ডারগার্টেন স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র বলে জানান তার মামা এরফান উদ্দিন তালুকদার।
শিশু মিতুলের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও পুরো দোহাজারী এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধমেয়াদও নেই, লেবেলও নেই
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ঘরে ঢুকে দুই উপজাতিকে গুলি করে হত্যা