অধ্যাপক একেএম আবদুর রশিদ

রাউজান প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২০ at ৬:২১ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক একে এম আবদুর রশিদ (৬৪) গতকাল সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। গতকাল সকালে নগরীর কোরবানিগঞ্জে নিজ বাসায় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথে শেষ নিঃশ্বেস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। তিনি ১৯৮৪ সালে আবদুর রশিদ রাউজান ডিগ্রি কলেজে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন।
অধ্যাপক আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, নোয়াপাড়া কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, রাউজান সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ। তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধআব্দুল বারেক
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান ফখরুলের