চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশীদের ছোট ভাই মহানগর আওয়ামী লীগের সদস্য ও আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান (৬৫) মারা যান গত সোমবার রাতে। তাকে দাফন করার পর মারা গেলেন বড় ভাই রশীদ। মাত্র ১৮ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুতে এই পরিবারে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি মহানগর আওয়ামী লীগেও নেমে এসেছে শোকের ছায়া। মহানগর আওয়ামী লীগের নেতারা বলছেন, এটা বেদনাদায়ক। মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক আজাদীকে জানান, গত সোমবার রাত ১১টা ১০ মিনিটে মারা যান আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহমান। মঙ্গলবার দুপুর আড়াইটায় পুরাতন রেলস্টেশনে নামাজে জানাজা শেষে নগর বাইশ মহল্লা কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন শেষে পরিবারের সদস্যরা আলকরণ নিজ বাড়িতে ফিরে যান। বিকাল ৫টা ১০ মিনিটে মারা যান আপন বড় ভাই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশীদ (৬৭)। তার জানাজা রাত ১০টায় আলকরণ জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। এরপর তাকে নগর বাইশ মহল্লা কবরস্থানে দাফন করা হয়।
দুই ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, এম এ রশীদ একজন সুদক্ষ সংগঠক হিসেবে দলের দুঃসময়ে কর্মীদের সংগঠিত করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।
এছাড়া শোক প্রশাক করেছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রমুখ। শোক বার্তায় নেতারা বলেন, এম এ রশিদ ও আবদুর রহমানের মৃত্যুতে গণতান্ত্রিক ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।