নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা জরুরি

গোলটেবিল বৈঠকে অভিমত

| মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২০ at ৯:৪৯ পূর্বাহ্ণ

আর ডাব্লিউ ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন (অধ্যাদেশ) ২০২০ কতটুকু কার্যকর শীর্ষক গোলটেবিল বৈঠক আগ্রাবাদস্থ একটি হোটেলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাজিয়া সুলতানা।
এতে প্রধান অতিথি ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি নারীনেত্রী হাসিনা মহিউদ্দীন। আর ডাব্লিউ ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক রোকসানা আক্তারের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক ডেইজি মওদুদ, প্রকৌশলী সামিনা দেওয়ান, অ্যাডভোকেট লুৎফুর নাহার বকুল, সাবেক মহিলা কাউন্সিলর নিলু নাগ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, অ্যাডভোকেট বিবি আয়েশা, মিলি চৌধুরী, জেলা মহিলা ক্রীড়া সম্পাদক রেজিয়া বেগম ছবি, এনজিও কর্মী ফারহানা ইদ্রিস, ব্যাংকার নাসরিন সুলতানা, অ্যাডভোকেট ফৌজিয়া আফরোজ, অ্যাড. ইসরাত জাহান।
সভায় বক্তারা বলেন- সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগ নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএখনও শুরু হয়নি রুমা উচ্চ বিদ্যালয় ভবন নির্মাণ কাজ
পরবর্তী নিবন্ধ৩৮ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা