চট্টগ্রামে ২ ঘণ্টার পরিবহন ঘর্মঘট

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

চার দফা দাবিতে গতকাল রোববার চট্টগ্রামে দুই ঘণ্টার প্রতীকী পরিবহন ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই পরিবহন ধর্মঘট ও মানবন্ধন কর্মসূচির ডাক দিয়েছিল বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ধর্মঘট চলাকালীন মানববন্ধন কর্মসূচিও অনুষ্ঠিত হয়। গত শনিবার বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ এই কর্মসূচি ঘোষণা করেন।
চার দফা দাবি হল- বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টার্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত করণ, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ এবং সড়কে অবৈধ গাড়ি চলাচল বন্ধ করা।
মোহাম্মদ ইউনুছ জানান, মানববন্ধন কর্মসূচির পাশাপাশি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান এবং কঙবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়েনি। তবে এই সময়ের আগে ও পরে চট্টগ্রাম, বান্দরবান এবং কঙবাজার গামী বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে।
এ বিষয়ে চান্দগাঁও এলাকার ট্রাফিক ইন্সপেক্টর প্রশান্ত পাল আজাদীকে জানান, বিকাল ৩টার পর পরিবহন শ্রমিকরা লোকজন নিয়ে নগরীর শাহ আমানত সেতু অভিমুখে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। এসময় বান্দরবান-কঙবাজার-চট্টগ্রামগামী সকল প্রকার বাসসহ পণ্যবাহী যানবাহন বন্ধ করে দেওয়া হয়। তবে বহদ্দারহাট মোড়সহ শাহ আমানত সেতু পর্যন্ত সড়কে কোনো বিশৃঙ্খলা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস জিমনেসিয়াম বন্ধ দশ মাস ধরে
পরবর্তী নিবন্ধনয় বছর পর খুলছে কবাখালী বাজার