ঘর ভাঙছে ট্রাম্পের ডিভোর্সের জন্য সময় গুনছেন মেলানিয়া!

| সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:৫০ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফালের জল গড়াতে চলেছে অনেক দূর! আর তা এসে ভাসিয়ে দিতে চলেছে ডেনাল্ড ট্রাম্পের সংসার! এক ব্রিটিশ সংবাদপত্রের খবর অনুয়ায়ী, বিচ্ছেদ হতে চলেছে মেলানিয়া ট্রাম্প (৫০) ও ডোনাল্ড ট্রাম্পের(৭৪)। এমনটাই দাবি করছেন তাদের ঘনিষ্ঠরা।
ওই সংবাদপত্রের খবর অনুযায়ী, ট্রাম্প পরিবার ঘনিষ্ট স্টেফানি ওয়ালকফের দাবি, এখন শুধু সময়ের অপেক্ষা। কাউন্টডাউন শুরু করে দিয়েছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নিলেই তার সঙ্গে সম্পর্ক ছেদ করবেন মেলানিয়া। প্রসঙ্গত, স্টেফানিকে মেলানিয়ার পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প।
স্টেফানি ওয়ালকফের আরও দাবি, হোয়াইট হাউসে ইতিমধ্যেই শয়নকক্ষ আলাদা করে ফেলেছেন মেলানিয়া। দুজনের সম্পর্ক এখন এক ঠুনকো অবস্থায় মধ্যে দিয়ে চলেছে।
ডোনাল্ড ট্রাম্পের আরও এক প্রাক্তন সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান। তিনি ছিলেন ট্রাম্পের রাজনৈতিক পরামর্শদাতা। তিনি দাবি করেছেন, ডোনাল্ড ও মেলানিয়ায় ১৫ বছরের সম্পর্ক শেষ। মেলানিয়া এখন সময় গুনছেন কখন ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে আসেন।

পূর্ববর্তী নিবন্ধনাফ নদীতে গুলিবিদ্ধ জেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাইডেনের জয়ে নিশ্চুপ যারা