ফরহাদাবাদ দরবারে মিলাদুন্নবী (দ.) মাহফিল

| সোমবার , ৯ নভেম্বর, ২০২০ at ৫:২৯ পূর্বাহ্ণ

ফরহাদাবাদ দরবার শরীফের উদ্যোগে আন্‌জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়ার ব্যবস্থাপনায় আজিমুশ্‌শান ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মওলানা সৈয়দ সফিউল বারী। উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ হাসান, সৈয়দ মুহাম্মদ হোসাইন, সৈয়দ মঈনউদ্দিন, সৈয়দ কুতুবউদ্দিন, সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ জামাল উদ্দিন, সৈয়দ নাছির উদ্দিন, সৈয়দ সালাউদ্দিন, সৈয়দ তকিউদ্দিন, সৈয়দ ফাইয়াজ আমিন। তকরির করেন আবুল কাসেম আনোয়ারী, গোলাম মোস্তফা, মুহাম্মদ আবুল মনসুর মাইজভান্ডারী, আলী মর্তুজা সিরাজী, শেখ আরিফুর রহমান। বক্তব্য রাখেন সৈয়দ নুরুল আলম, আবিদুর রহমান, মালেক সওদাগর, সাফায়াতুল ইসলাম সাবাল, মাস্টার এনামুল হক, মেম্বার মিল্লাত হোসেন, নাসির উদ্দিন মন্টু, মো. হুমায়ুন কবির, আমিন উল্লাহ, এনামুল হক ছিদ্দিকী, মেম্বার মোহাম্মদ উল্লাহ, মো. বশর, সৈয়দ মোস্তফা, আনোয়ার হোসেন, সৈয়দ সফিউল আনোয়ার, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, সৈয়দ শামশুল আলম, সৈয়দ আব্দুল ওহাব, সৈয়দ আনিসুল হক প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন সৈয়দ সফিউল বারী।
গাইবান্ধা জেলা সমিতি চট্টগ্রাম
গাইবান্ধা জেলা সমিতি চট্টগ্রামের উদ্যোগে গত ৬ নভেম্বর সমিতির অফিসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমিতির সভাপতি প্রকৌশলী মো. মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শাহীন আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মমিনুর রহমান কাদেরী। প্রধান আলোচক বলেন, রাসুল (দ.) এর আদর্শ অনুসরন করে সকলের সাথে সদয় ও মানবিক আচরণ করার আহবান জানান। শেষে সকলের শান্তি ও কল্যান কামনা করে মুনাজাত করা হয়।
এতে বক্তব্য রাখেন মেজর প্রকৌশলী জাহেদী আহসান হাবিব, শাহ মো. আরিফুর রহমান, মো. জহুরুল হক, কামালুর রশিদ, মো. জহুরুল ইসলাম, কাজী জাফর আহমেদ, মো. আবু বক্কর, হাবিবুল ইসলাম, রাসেল রানা, এহসানুল কবির, আকতার হাবিব, আন্‌জুমানারা মিলি, আল আমিন, এড. মো: রেজাউল করিম, ডা. লায়লা বেগম, দুলাল হোসেনসহ কার্যকরী পরিষদের অনেকে।
শেষে সমিতির সম্মানিত সভাপতি ফ্রি হোমিও চিকিৎসা সহায়তা কেন্দ্র ও ফ্রি আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটে ভর্তি পরীক্ষার্থীদের থাকার সুব্যবস্থার যাবতীয উদ্যাগের আশ্বাস প্রদান করেন। সভায় অতিথিবৃন্দ ও চট্টগ্রামস্থ গাইবান্ধা ও রংপুরবাসী পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় ছাড়া আর কোন বিকল্প নেই
পরবর্তী নিবন্ধচুয়েট ভিসির সাথে অস্ট্রেলিয়ান এসএমইসি প্রতিনিধির মতবিনিময়