বহুল আলোচিত চলচ্চিত্র ‘আয়নাবাজি’। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এ সিনেমায় বহুরূপী চরিত্রে দেখা যায় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীকে। আবারো বহুরূপে দেখা যাবে এই অভিনেতাকে। নির্মাতা গোলাম সোহরাব দোদুল নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ডাকর্রুম’। এতে বহুরূপী চঞ্চলকে দেখতে পাবেন দর্শক। সাইকিয়াট্রিস্টের চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে লাঙ তারকা অভিনেত্রী বাঁধনকে। নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন, বেশ কিছুদিন আগে ওয়েব ফিল্মটির শুটিং শেষ করেছি। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে এটি নির্মিত হয়েছে। এখানে চারটি সময়ের গল্পে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। খুব শিগগির ট্রেইলার মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন্তআর এ রাহুল, ইমন প্রমুখ। আগামী ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে ওয়েব ফিল্মটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।