নববীয়া গাউছীয়া ও তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র শাহছুফি আল্লামা ছৈয়দ আতাউর রহমান ঈছাপূরীর (রহ.) স্মরণসভা ও দোয়া মাহফিল নগরীর আগ্রাবাদস্থ ঈছাপূরী খানকায় গত শুক্রবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, শরিয়ত-তরীকত ও মানব সেবার অপার দৃষ্টান্ত ছিলেন গাউছে জমান আল্লামা শাহছুফী ছৈয়দ আতাউর রহমান ঈছাপূরী (রহ.)। তিনি একাধারে শিক্ষাবিদ, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও সুফিবাদের একনিষ্ঠ সাধক ছিলেন। ৮৪ বছরের বর্ণাঢ্য কর্মময় জীবনে তিনি তরীকতের প্রতিটি নিয়ম-কানুন নিষ্ঠার সাথে পালন করেছন।
মাহফিলে উপস্থিত ছিলেন শাহছুফী আকতার কামাল শাহ, মুহাম্মদ সিরাজুল মোস্তফা, শাহজাদা এস এম বখতেয়ার, শাহজাদা ছৈয়দ একরাম উল্লাহ এমরান শাহ, অধ্যক্ষ মাওলানা আ ন ম দেলোয়ার হোসাইন, মোহাম্মদ কবির চৌধুরী আল মাইজভাণ্ডারী, অধ্যাপক ফরিদ উদ্দিন আখতার, ইঞ্জিনিয়ার এস এম শহিদুল আলম, মাওলানা নুরুল মোস্তফা, মাওলানা হাসমত আলী তাহেরী, মুহাম্মদ ইউসুফ ঈসাপূরী প্রমুখ। মিলাদ পরিচালনা করেন শাহজাদা ছৈয়দ এরশাদ উল্লাহ ছোলায়মান, আখেরী মোনাজাত করেন শাহজাদা ছৈয়দ আমান উল্লাহ আহছান। প্রেস বিজ্ঞপ্তি।












