চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তর বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের যৌথ উদ্যোগে অনিবাসী বাংলাদেশীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করণ সভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় সঞ্চয় অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক শাহানারা বেগম প্রধান অতিথি ছিলেন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি, অফিস চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জাবেদ ইসলাম, সুদীপ্তা চৌধুরী, অপর্ণা সূত্রধর, জেলা কর্মসংস্থান ও জনশক্তি দপ্তরের জনশক্তি জরিপ কর্মকর্তা আনার কলিসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।