ভোটে হেরে যাওয়ার আভাস পেয়ে নির্বাচনী প্রচার শিবির ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা চুপিসারে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সরে যেতে শুরু করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন শুক্রবার ভোটের হিসাবে পেনসিলভেইনিয়া ও জর্জিয়ায় ট্রাম্পকে টপকে যাওয়ার পর ওই কর্মকর্তারা সরতে শুরু করেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সিএনএনকে বলেন, ‘এটা শেষ হয়ে গেছে।’ তবে ট্রাম্প কী করবেন, তিনি পরাজয় মেনে নেবেন কি না তা নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানান ওই উপদেষ্টা। ট্রাম্প কী করতে পারেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কে জানে?’ ভোটের ফল নিয়ে ট্রাম্পের লড়াইয়ের অধিকার থাকলেও যে প্রক্রিয়ায় বিষয়টি নিয়ে আগানো হচ্ছে, তা ঠিক নয় বলে মনে করেন তিনি। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবিরেও প্রশ্ন উঠেছে বলে জানান তিনি। খবর বিডিনিউজের।
ট্রাম্পের নির্বাচনী প্রচারের আরেক উপদেষ্টা সিএনএনকে বলেন, নির্বাচন ‘চুরি হয়ে যাওয়ার’ যে অভিযোগ ট্রাম্প করেছেন, সে বিষয়ে তিনি ক্রমশ একা হয়ে পড়ছেন। এই দুই উপদেষ্টার ভাষ্যমতে, এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের আশপাশে এমন কিছু পরামর্শক ও সহযোগী রয়েছেন যারা সেইটাই বলেন যেটা তিনি শুনতে চান। এই বিষয়টিই নাটক দীর্ঘায়িত করবে বলে তাদের ধারণা। তবে এরইমধ্যে ট্রাম্পের সহযোগীদের মধ্যে কেউ কেউ ২০২৪ সালের নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন বলে এক উপদেষ্টার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।