৭৮৬

| রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৪:৪৪ পূর্বাহ্ণ

কিন্তু এ’যে, যদি স্ত্রীগণ কিছু ছেড়ে দেয়, কিংবা সে বেশি দেয় যার হাতে বিবাহের বন্ধন রয়েছে এবং হে পুরুষগণ, তোমাদের বেশি দেওয়া পরহেজগারীর নিকটতর আর পরস্পর একে অপরের উপর অনুগ্রহকে ভুলে যেও না। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম প্রত্যক্ষ করছেন।
-আল কুরআনের বঙ্গানুবাদ (২:২৩৭) সূরা বাক্বারা।

যে ব্যক্তি জমির সীমা (অন্যায়ভাবে) পরিবর্তন করে আল্লাহ তাহার প্রতি লানত প্রেরণ করেন
– আল-হাদিস (মোসলেম)।

যার প্রতি আস্থা নেই তার প্রতি ভালবাসাও নেই।
-ইয়ং। 

পূর্ববর্তী নিবন্ধভ্যাট ফাঁকির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান
পরবর্তী নিবন্ধদ্রুত সময়ে- অল্প খরচে বিচারের রায় প্রদানের ওপর গুরুত্বারোপ