লোহাগাড়ার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় পাচারকালে পিকআপ ভর্তি অবৈধ আকাশমনি গাছের গোল কাঠ জব্দ করেছে বনবিভাগ। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগা মুড়া এলাকা থেকে এ কাঠ জব্দ করা হয়।
পদুয়া সহকারী বন সংরক্ষক শওকত ইমরান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি আকাশমনি গাছের গোল কাঠ জব্দ করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা। বনবিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি রেখে পালিয়ে যায়। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত কাঠ ও পিকআপ বর্তমানে বনবিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।