ফ্রান্সে হযরত মুহাম্মদ (দ.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে বাইশারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জুমা ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে মিছিল বের হয়ে তা গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে বাইশারী বাজারে এসে মিলিত হয়। মাওলানা আব্দুল গফুরের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রশিদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনুছ, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা ওজাইর বিন আব্দুল হক, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ব্যবসায়ী মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ মো. ইসমাইল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- ফ্রান্সে প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধসহ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অনতিবিলম্বে মুসলিমবিশ্বের কাছে ক্ষমা চাইতে হবে। বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের পণ্য বয়কট করার আহ্বান জানান।