পলিটেকনিক মোড়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন পলিটেকনিক মোড়ে নির্মাণাধীন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মোকসেদ (৩২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হতভাগ্য মোকসেদ ভোলা জেলার দুলারহাট থানাধীন চরযমুনা গ্রামের মাহমুদুল হকের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বিকেল পাঁচটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগের আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাকাটার মেশিন নিয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বলে হাসপাতালে আসা সহকর্মীরা জানান। খুলশী থানার এসআই মাহবুব রব্বানী অপু দৈনিক আজাদীকে বলেন, নিহত মোকসেদ একজন ডেইলি লেবার। পলিটেকনিক মোড়ে একটি নির্মাণাধীন ফ্যাক্টরিতে মাটি কাটার কাজ চলছিল। ওখানে বিদ্যুৎস্পৃষ্ট হন মোকসেদ। পরে সাথের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকরা জাতিকে পথ দেখায় খুলে দেয় তৃতীয় নয়ন : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধভোটাধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে