তাকওয়া হলো পরকালে নাজাতের মূল চাবিকাঠি

সীরতুন্নবী (স.) মাহফিলের ৮ম দিবসে বক্তারা

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৫৭ পূর্বাহ্ণ

মানব জীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। বর্তমান সমস্যাসঙ্কুল পৃথিবীতে ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয় এবং জাতীয় ও আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। মানুষের মধ্যে ব্যাপকভাবে যত দিন না তাকওয়া সৃষ্টি হবে, ততদিন মানবজাতির সামগ্রিক কল্যাণ ও মঙ্গল আশা করা যায় না। তাকওয়া হলো মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের মুক্তি ও নাজাতের জন্য মূল চাবিকাঠি। শাহ্‌ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত সীরত মাহফিলের ৮ম দিনের আলোচনায় চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা কামাল উদ্দীন উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল বৃহস্পতিবার ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (স.) এর ৫০তম মাহফিলের ৮ম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল মা’আরিফ আল ইসলামিয়ার পরিচালক মাওলানা ফোরকানুল্লাহ। নবী ও রাসুলগণের ইসমত বর্ণনা করে আলোচনা করেন আল জামিয়াতুল ইসলামিয়ার মুহতামিম আলহাজ মাওলানা আবদুল হালিম বুখারী। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ ফারুক হোসাইনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মোতাওয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সমন্বয়ক শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, তাকরিম খান ছিদ্দিকী, হাদিসুর রহমান মিছবাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅটিস্টিক শিশুদের প্রশিক্ষণ দিয়ে সমাজের মূল ধারায় আনতে হবে
পরবর্তী নিবন্ধবাঁশখালী ও মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু