রাউজান হলদিয়া ইমাম হোসাইন স্মৃতি সংসদের মীলাদুন্নবী (সা.) মাহফিল

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৫৬ পূর্বাহ্ণ

রাউজান হলদিয়া হযরত ইমাম হোসাইন (র.) স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী (দ.) মাহফিল গত ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক আল্লামা ইদ্রিস আনসারী (মাজিআ)। প্রধান অতিথি ছিলেন বেতাগীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্‌। প্রধান বক্তা ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ হাসান আযহারী। উদ্বোধনী বক্তব্য রাখেন আল্লামা হাফেজ মুহাম্মদ আবু আহমদ।
বক্তব্য রাখেন নুরুল আবছার রেজভী, আল্লামা মুহাম্মদ জাফর আলম নুরী, সাংবাদিক এম বেলাল উদ্দিন। নাতে মোস্তফা (দ.) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। সঞ্চালনায় ছিলেন হযরত ইমাম হোসাইন (র.) স্মৃতি সংসদের সভাপতি মুহাম্মদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইলিয়াছ
পরবর্তী নিবন্ধনীল মনি বড়ুয়া