দীর্ঘদিন পর আবার কোনো বাংলাদেশির পা পড়ছে ভারতের ঘরোয়া ফুটবলে। বাংলাদেশ এবং সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক জামাল ভূঁইয়া চুক্তিবদ্ধ হয়েছেন আই লিগে ফিরে আসা কলকাতা মোহামেডানের সঙ্গে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের পর জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমি যদি ভারতে গিয়ে ভালো খেলতে পারি তাহলে দেশের আরো ফুটবলারের জন্য দরজা খুলে যেতে পারে। ভারতে আমি বাংলাদেশের ফুটবলে দূত হতে চাই।’ অধিনায়ক অন্য দেশে খেলতে যাচ্ছেন, এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে। তিনি বলেছেন, ‘বিশ্বাস করি ভালো লিগে খেলে জামালের ভালো অভিজ্ঞতা হবে। তাছাড়া জামাল সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এখনই তার দেশের বাইরে গিয়ে খেলার সঠিক সময়।’ ৫ মাসের চুক্তি করা জামালের আগামী সপ্তাহে কলকাতা যাওয়ার কথা ছিল। তবে সিদ্ধান্ত পাল্টে নেপালের বিপক্ষে ম্যাচ দুটি খেলে যাবেন বাংলাদেশ অধিনায়ক। ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নেপালের মধ্যে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।