ফকির আলমগীরের জীবনমুখী গান

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

গণসঙ্গীতের প্রবাদ পুরুষ ফকির আলমগীর এবার গাইলেন ‘মানুষ তোমরা নও’ শিরোনামের একটি জীবনমুখী প্রতিবাদী গান। মানুষের মত দেখতে হলেও/মানুষ তোমরা নও/দানবের মত ব্যবহার দিয়ে/মানুষ সাজতে চাও/সাহায্যের নামে বাড়িয়ে হাত/পিছু টেনে কেন ধরো/বাঁচতে বলার টিকিট দিয়ে/আবার কেন মারো- ইমতিয়াজ মেহেদী হাসান’র এমন কথায় গানটির সুর করেছেন হাবিব মোস্তফা। সংগীতায়োজনে অণু মোস্তাফিজ। খবর বাংলানিউজের।
এ গান সম্পর্কে ফকির আলমগীর বলেন, গানটির বাণী পড়ে ও সুর শুনে একবাক্যে গানটি গাওয়ার জন্য রাজী হয়ে যাই। মনে হয়েছে, গানটি যেন আমার জন্যই তৈরি হয়েছে। সারা পৃথিবীতে মানুষে মানুষে হানাহানি হিংসা-বিদ্বেষ ও দাঙ্গা। আর ঠিক সেই মুহুর্তে এই প্রতিবাদী গানটি গাইলাম। জয় হোক মানুষের, দানবের নয়।

পূর্ববর্তী নিবন্ধশুটিংয়ে আহত পরীমনি
পরবর্তী নিবন্ধসজল-নাদিয়ার ‘প্রিয় কবিতা’