জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ পরিষদ বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানা শাখার যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৩৮নং ওয়ার্ডস্থ ইপিজেড কর্ণফুলী মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বন্দর থানা শাখার আহ্বায়ক আবদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নজরুল ইসলাম খান।
প্রধান বক্তা ছিলেন মহানগর কমিটির আহ্বায়ক এসএম দিদারুল আলম। বক্তব্য রাখেন বন্দর থানা কমিটির সদস্য সচিব মো. শফিকুল ইসলাম, মো. লিয়াকত আলী, মো. হাফিজুর রহমান, মো. শহিদুল্লাহ, মো. জাকির হোসেন বাশার, মো. মিরাজ মাহমুদ, মো. আমিনুল ইসলাম, মো. খবির উদ্দীন, মো. আবদুর রহিম, মো. আলী আকবর মঞ্জু, মো. জাফর ইকবাল জসীম, মো. সাজ্জাদুল করিম খান, মো. আশরাফুল ইসলাম, মো. নেজাম শরীফ প্রমুখ। সভায় বক্তারা বলেন ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশকে নেতৃত্বশূণ্য করার অংশ হিসাবে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়। জেলখানার মতো সুরক্ষিত জায়গায় বর্বোরচিত হত্যাকান্ড বিশ্বের কাছে কলঙ্কজনক অধ্যায় হিসাবে রচিত হয়েছে। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।