১৭৬৩ নবাব মিরকাশিম-এর কাছ থেকে ব্রিটিশরা পাটনা ছিনিয়ে নেয়।
১৭৭১ জার্মান উদ্ভাবক আলোইস জানেফেল্ডার-এর জন্ম।
১৭৯৩ ফরাসি বিপ্লবী লুই ফিলিপ জোজেফ দুক দ্য আর্লয়া-র মৃত্যু।
১৮১৩ মেঙিকো স্বাধীনতা ঘোষণা করে।
১৮২২ ফরাসি রসায়নবিদ ক্লোদ লুই বের্ৎলো-র মৃত্যু।
১৮৩১ বাংলার কৃষক আন্দোলনের নেতা ও ফরায়েজি বিদ্রোহের সক্রিয় সংগঠক তিতুমির ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৮৩৫ ইতালীয় চিকিৎসক ও অপরাধ বিজ্ঞানী চেজারে লোম্ব্রোসো-র জন্ম।
১৮৫০ কলকাতায় বেথুন বালিকা বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৮৬০ আব্রাহাম লিংকন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৮৬৯ দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে হীরক আবিষ্কৃত হয়।
১৮৭০ কবি ও প্রাবন্ধিক বলেন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
১৮৮০ অস্ট্রীয় ঔপন্যাসিক রবার্ট মুসিল-এর জন্ম।
১৮৮৮ কলকাতায় বাণিজ্যিক পত্রিকা ‘ক্যাপিটাল’ প্রকাশিত হয়।
১৮৯২ বিমানে সর্বপ্রথম আটলান্টিক অতিক্রমকারী ব্রিটিশ বৈমানিক স্যার জন উইলিয়াম অ্যালকক-এর জন্ম।
১৮৯৩ রুশ সুরস্রষ্টা পিওৎর চাইকোফস্কি-র মৃত্যু।
১৯১৭ রাশিয়ার বিপ্লবী নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি সশস্ত্র সংগ্রাম শুরু করে।
১৯১৮ প্রজাতন্ত্রী পোল্যান্ড-এর অভ্যুদয় ঘটে।
১৯১৯ ভারতীয় প্রাচ্যবিদদের সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৪২ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনী জার্মানির রোমেল বাহিনীকে পরাস্ত করলে জার্মানরা মিশর ত্যাগ করে লিবিয়া অভিমুখে পিছু হঠতে বাধ্য হয়।
১৯৫২ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে প্রথম হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়।
১৯৬২ জাতিসংঘের সাধারণ পরিষদে দক্ষিণ আফ্রিকাকে জাতিসংঘ থেকে বহিষ্কৃত করা হয়।
১৯৬৮ জার্মান বংশোদ্ভূত অবিস্মরণীয় মার্কিন বেহালা বাদক চার্লস মুঙ্ক-এর দেহাবসান।
১৯৭০ ঔপন্যাসিক ও প্রাবন্ধিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭৫ বিচারপতি সায়েম বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
১৯৭৬ রক্তের রদণ্রল্র তটর্ডমর আবিষ্কারক ড. আলেকজান্ডার ভাইনার-এর মৃত্যু।
১৯৮৫ আলি হাসান মুইনির তানজানিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৮৮ চীনের যুনান প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে নয় শতাধিক লোকের প্রাণহানি ঘটে।
১৯৯০ পাকিস্তানে নওয়াজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
১৯৯১ ফিলিপিনস্-এ প্রবল টাইফুনে সাত সহস্রাধিক নরনারীর মৃত্যু হয়।
১৯৯৫ আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে পঞ্চম জি-১৫ শীর্ষ সম্মেলন শুরু।
১৯৯৬ বিল ক্লিনটন পুনরায় আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।