বাঁশখালীর কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাটে ২টি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার গভীর রাতে দোকানের টিনের চালা কেটে প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার সহ নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় চোরের দল।
এ ঘটনায় বুধবার রতন ধর বাদী হয়ে মামলা দায়ের করেছেন। চুরির ঘটনাটি বাজারে অবস্থিত রামদাস হাট পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই সংঘটিত হওয়ায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে পুলিশ।
কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম বলেন, কালীপুর ইউনিয়নের রামদাস মুন্সির হাটে রতন ধরের মালিকাধীন বাবা মোহছেন আউলিয়া জুয়েলার্স এবং লিটন ধরের মালিকাধীন খাজা আজমীর জুয়েলার্সে মঙ্গলবার চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে দোকানে এসে মালিকরা দেখেন দোকানের উপরের টিনের চালা কেটে চোরের দল দোকানে ঢুকে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায়। চুরির ঘটনার পর ব্যবসায়ীদের নিয়ে এসব রোধে শুক্রবার (আজ) মিটিং ডাকা হয়েছে। পূর্বের চুরির ঘটনায় যারা জড়িত ছিল, জেল হাজত থেকে জামিনে এসে তারা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি ধারণা করছেন।
বাঁশখালী থানার ওসি মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনাটি অবহিত হওয়ার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। কারা এ ঘটনায় জড়িত তাদের বের করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।