মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যদি কাউকে প্রশ্ন করা হয় এবারের নির্বাচনের প্রার্থী কারা, বেশিরভাই বলবেন- ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের নাম। কিন্তু মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন অন্তত আরও দুই জন। খবর বাংলানিউজের।
একজন লিবারেল পার্টির জো জার্গেনসন, অন্যজন গ্রিন পার্টির হাওই হকিন্স। এখন পর্যন্ত গণনা হওয়া ভোটের হিসাব অনুযায়ী, জো জার্গেনসেন পেয়েছেন মোট ১৬ লাখ ৪৩ হাজার ৭০ পপুলার ভোট; যা মোট ভোটের মাত্র ১.১ শতাংশ। অন্যদিকে মাত্র তিন লাখ ২৮ হাজার ২২১ পপুলার ভোট পেয়েছেন হকিন্স যার অনুপাত এক শতাংশেরও নিচে; শূন্য দশমিক দুই শতাংশ।
এছাড়াও আরও কয়েকজন প্রার্থী এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে তারা একেবারেই আলোচনার বাইরে। তারা সবাই মিলে এখন পর্যন্ত পেয়েছেন শূন্য দশমিক তিন শতাংশ ভোট; মোট সংখ্যায় তিন লাখ ৬২ হাজার ৮৫৬ ভোট। এখানে বলে রাখা ভালো, এই প্রার্থীদের কেউই কোনো ইলেকটোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি।