চট্টগ্রাম জেলার হাটহাজারী, ফটিকছড়ি, পটিয়া এবং আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক বিষয়টি নিশ্চিত করেন।
বদলি হওয়া চার ওসি হলেন- হাটহাজারী থানার ওসি মাসুদ আলম, ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার, পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন ও আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ। তাদের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন এসএম রশিদুল হক।