সীতাকুণ্ডে যৌতুকের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে পুলিশ বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গতকাল বুধবার সকালে জেল হাজতে প্রেরণ করেন। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-বাদীনির স্বামী উপজেলার বাড়বকুণ্ড নড়ালিয়া এলাকার শেখ কুতুবের বাড়ির মৃত জাহাঙ্গীর আলমের পুত্র মো. ইউসুফ বেলাল (২৬) ও ননদের জামাই উপজেলার মুরাদপুর সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকার দলিল লেখক মো. আব্দুস সালাম।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূর করা যৌতুকের মামলায় আমরা স্বামী ও ননদের জামাইকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।