আখতারুজ্জামান বাবুর কবরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৫:৫৬ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যুবার্ষিকীতে আনোয়ারায় তার কবরে ছিল মানুষের ঢল। দুপুরের মধ্যেই হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধায় ছেয়ে যায় কবর। পরিবারের পক্ষে গতকাল বুধবার জ্যেষ্ঠ পুত্র ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেন। মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, আনোয়ারা উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে মিলাদ-দোয়া মাহফিল, খতমে কোরআন ও মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে বাবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

গতকাল বুধবার মরহুমের পরিবারের পক্ষে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কবর জিয়ারত ও পুস্পমাল্য অর্পণ করেন। এসময় তিনি তাঁর বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করেন। এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম এ মালেক, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জাব্বার, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, চেয়ারম্যানদের মাঝে মো. সোলাইমান, জানে আলম, হাসনাইন জলিল চৌধুরী শাকিল, মো. ইয়াছিন হিরু, অসিম কুমার দেব, শাহাদাত হোসেন চৌধুরী, এম এ কাইয়ুম শাহ, নাজিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জোবায়ের আহমদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতাদের মাঝে ভিপি জাফর উদ্দিন চৌধুরী, এইচ এম নজরুল ইসলাম, ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, হাফেজ আবুল হাসান কাশেম, আনোয়ারা হোসেন কন্ট্রাক্টর, কলিম উদ্দিন, সগির আজাদ, ছালামত উল্লাহ চৌধুরী, জাহেদুল হক, নজরুল আনচারী মুজিব, মো. আলী, আজিজুল হক নসু, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, ভূমি মন্ত্রীর সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্ত্তী বাবু, সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি রাসেল, আনোয়ারা পূজা পরিষদের সভাপতি দোলন মজুমদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- সম্পাদকদের মাঝে জসিম উদ্দিন আমজাদী, মিজানুর রহমান সেলিম,আমিন শরীফ, নুরুল আজিজ চৌধুরী, নুর হোসেন, জসিম উদ্দিন, মহিউদ্দিন, মাঈনুদ্দিন মো. খোকন, আলমগীর আজাদ, আবু ছাদেক চৌধুরী খোকন, এমএ আব্বাস প্রমুখ। এছাড়া আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ জেলা কৃষক লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, আনোয়ারা প্রেসক্লাব, আনোয়ারার ১১ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগ, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আনয়োরা উপজেলা মহিলা আওয়ামী লীগ, আনোয়ারা সরকারি কলেজ, বটতলী শাহ্‌ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, যুগেশ চন্দ্র মেমোরিয়েল ট্রাস্ট, হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র, বরুমছড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনসহ দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলার বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও নানা পেশার মানুষ বাবুর কবরে পুস্পমাল্য অর্পণ, জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয় : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চট্টগ্রাম জোনাল অফিসে ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ইউসিবিএল চট্টগ্রাম অঞ্চলের রিকভারি হেড ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোসলেহ্‌ উদ্দীন মনসুরের সভাপতিত্বে আঞ্চলিক কার্যালয় ও আর ও সি, চট্টগ্রামের বিভিন্ন র্নিবাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে মরহুমের আত্মর মাগফেরাত এবং পরিবারের সদস্যদের সু-স্বাস্থ্য ও সুন্দর জীবন ও ব্যাংকের সার্বাঙ্গীন উন্নতি কামনা করে মোনাজাত করা মাধ্যমে হয়।

মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার আনোয়ারা হাইলধরে আখতারুজ্জামান বাবুর কবরে মহানগর নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ ও জেয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, শেখ মাহমুদ ইসহাক, মো. ঈসা, জাফর আলম, আবদুল কাদের, হাসান মুরাদ বিপ্লব, খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, অসিউর রহমান প্রমুখ।

মহানগর যুবলীগ : আখতারুজ্জামান বাবুর মৃত্যুবার্ষিকীতে মরহুমের আনোয়ারস্থ কবরস্থানে শ্রদ্ধাসহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন মহানগর যুবলীগ। এতে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, হাফিজ উদ্দিন আনসারী, আকবর হোসেন, সাইফুল ইসলাম, একরাম হোসেন, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, শহীদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবর রহমান, নুরুল আনোয়ার, সালেহ আহমেদ দিগল, মঈনুল ইসলাম রাজু, আবু বক্কর চৌধুরী, আর কে মল্লিক, ওয়াসিম উদ্দিন।
রেড ক্রিসেন্ট সোসাইটি : আখতারুজ্জান বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে তাঁর বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, মোহাম্মদ আনোয়ার আজম, শেখ মাকসুদুর রহমান, রাশেদ খান মেনন, কাজী গোলাম সরোয়ার সুরুজ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, আব্দুর রশিদ খান, আশরাফদ্দৌল্লা সুজন, আবদুল কাদের, আব্দুল মোনাফ, মাহবুব আলম, মিনহাজুল ইসলাম, মোহাম্মদ রাকিব প্রমূখ। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজনে গতকাল বুধবার তনজিমুল মোছলেমীন এতিমখানায় আখতারুজ্জামান চৌধুরী বাবুর আত্মার মাগফেরাত কামনায় খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, অধ্যক্ষ মো. সানাউল্লাহ, হাজী মোহাম্মদ সাহাবউদ্দিন, হাসান মুরাদ বিপ্লব, মো. নিজামউদ্দিন, রেদওয়ানুল হক, ডা. মো. জামাল উদ্দিন, আবু তাহের, মীর আবদুর রহমান মামুন, গোলাম রব্বানী, শহীদুল ইসলাম সুমন, আবুল বাশার খান, ওমর ফারুক সুমন, বোরহান উদ্দিন গিফারী, ইঞ্জিনিয়ার রিয়াতুল করিম, হানিফুল ইসলাম, রুবেল, আলাউদ্দিন জুয়েল।
সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম গতকাল বুধবার আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, এম ইশতিয়াক আলম চৌধুরী, এইচ এম হুমায়ুন কবির, শফিউল করিম, এম শফিউল আলম সোহেল, ইয়াকুব আলী, আরমান হোসেন, গিয়াস উদ্দিন, আসিফুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউখিয়া ক্যাম্পে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরবর্তী নিবন্ধরাউজানে স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে পাকা বাড়ি