প্রকাশিত সংবাদের প্রতিবাদ

| বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

গত ২৩ অক্টোবর দৈনিক আজাদীর ২য় পাতায় প্রকাশিত ‘চাঁদাবাজির অভিযোগ : কর্ণফুলীতে চিকিৎসকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা’ এবং ৩০ অক্টোবর ১ম পাতায় প্রকাশিত ‘ওষুধের দোকানে মিলল জমির দলিল-খতিয়ান’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট মো. সোলাইবুল ইসলাম। ডা. ইকবাল খোরশেদের পক্ষে তিনি এ প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রকাশিত সংবাদ দুটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে ডা. ইকবাল খোরশেদের ব্যক্তিগত ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন হয়েছে। প্রকৃতপক্ষে তার ফার্মেসি থেকে কোনো জমির দলিল জব্দ করা হয়নি। কোনো জাল দলিলও পাওয়া যায়নি। মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করায় তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি।
প্রতিবেদকের বক্তব্য : ২৩ অক্টোবর প্রকাশিত সংবাদটি মামলার ভিত্তিতে করা হয়েছে। সংবাদে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। বরং দু’পক্ষের বক্তব্য প্রচার করা হয়েছে। কোনো ধরনের অতিরঞ্জিত তথ্য সংযোজন করা হয়নি। অপর সংবাদটি প্রশাসনের দেয়া তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। উল্লেখ্য, সিলগালা করার পর ডা. ইকবাল খোরশেদ মুচলেকা দিয়ে দোকান খুলেন, যা দৈনিক আজাদীসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাবেক সাংসদ শাহ ই জাহান চৌধুরীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধপ্রফেসর নুরুদ্দীন চৌধুরী স্মরণে আলোচনা সভা