সাবেক সাংসদ শাহ ই জাহান চৌধুরীর ইন্তেকাল

আজাদী ডেস্ক | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহ ই জাহান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদে এশা রাজধানীর মোহাম্মদপুরের ২৬/ ১৩ শের শাহ সূরী রোডে মরহুমের জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উল্লেখ্য, শাহ ই জাহান চৌধুরী অবিভক্ত চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন। ৬ দফা, ৬৯ এর গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজপথের লড়াকু সৈনিক। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। সাবেক সংসদ সদস্য শাহ ই জাহান চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন- বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীসহ বিভিন্ন ইউপি পরিষদের চেয়ারম্যানগণ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সাকিব, বেদার বখত স্কুল পরিচালনা পর্ষদ, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ ও বাহারছরা রত্নপুর উচ্চ বিদ্যালয়, পশ্চিম উপকূলীয় কলেজ শিক্ষক পরিষদ, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বাঁশখালী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ জহির উদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ