লালখান বাজারের নিউরাল একাডেমিতে আহ্বায়ক মনজুর মোর্শেদ ফিরোজের সভাপতিত্বে ক্লাব অব চিটাগাং কলেজিয়েটস ৮৬’র মাসিক সভা গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসে জটিলতা, কর্ণফুলী নদীর নাব্যতা কমে যাওয়া, করোনার সংক্রমণ বৃদ্ধি সহ সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন ডা. আশরাফুল করিম, শাহ্ মুহাম্মদ ইমরান, মোহাম্মদ আজম, ডা. অসীম চৌধুরী, মাহবুব শিবলী, ডা. হাসান মুরাদ, মোহাম্মদ মাহফুজুল হক, আশফাকুর রহমান বিপ্লব, হেলাল উদ্দীন, মোহাম্মদ জাহিদ হোসেন, আলমগীর আলম, মোহাম্মদ সোহেল জাহান, মোহাম্মদ আমজাদ হোসাইন, আবুল কালাম আজাদ কিরন, মোস্তাফিজুর রহমান মামুন, সাহিদ নইম, আজমল আহম্মদ, সৈয়দ মোহাম্মদ রিদুয়ান, মোহাম্মদ সাইফুল ইসলাম লেলিন, হুমায়ূন কবির ভুইয়া, পুলক দত্ত, সৈয়দ জাবিদ হোসাইন, মাহামুদুর রহমান, মুহাম্মদ বোরহান উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।