সীতাকুণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস ভাঙচুর

মাদক ব্যবসার প্রতিবাদের জের

সীতাকুণ্ড প্রতিরিধি | বুধবার , ৪ নভেম্বর, ২০২০ at ১০:২৪ পূর্বাহ্ণ

মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় সীতাকুণ্ডে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার রাতে থানায় অভিযোগ দেয়া হয়। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার রাত আনুমানিক ১১টায় উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আকিলপুর স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস একদল দুর্বৃত্ত ভাঙচুর করতে থাকে। এসময় উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর ঘটনাটি দেখে তাদেরকে বাধা দেয়। এতে দুর্বৃত্তরা তাকে মারধর করে। ঘটনার পর এসআই মো. কাউছার ঘটনাস্থল পরির্দশন করেন। তবে কেউ আটক হয়নি। এঘটনায় মো. আলমগীর হোসেন বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবিষয়ে বাদী মো.আলমগীর হোসেন অভিযোগ করে বলেন- হামলাকারীরা এলাকায় মাদক ব্যবসায় জড়িত। তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে সংগঠনের কর্মীরা প্রতিবাদ করার কারণেই এঘটনা ঘটে।

পূর্ববর্তী নিবন্ধদুই হাজার ইয়াবাসহ যুবক আটক
পরবর্তী নিবন্ধশেষ চারে যাওয়া হলো না কলকাতার