১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। রাষ্ট্রের হেফাজতে হত্যাকাণ্ডের এই ঘটনাটি বাংলাদেশে পালিত হয়ে আসছে ‘জেল হত্যা দিবস’ হিসেবে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে আলোচনা সভাসহ নানা কর্মসূচি আয়োজন করে।
মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ৩ নভেম্বর একটি নিষ্ঠুরতম ট্র্যাজেডি। তবে এতে জাতীয় চার নেতা প্রমাণ করেছেন আদর্শিক রাজনীতির মৃত্যু নেই। তারা রক্ত দিয়ে ষড়যন্ত্রের চোরাবালিতে পা রাখেননি বরং শহীদ হয়েছেন। জেল হত্যা দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। এতে বক্তব্য রাখেন মহানগর আ. লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন আহমেদ চৌধুরী, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। এর আগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা আ. লীগ : আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন বলেছেন, ৭৫ এর ৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল। এ হত্যাকাণ্ডের খলনায়কদের শরীরে মানুষের রক্ত ছিল না, তারা মানুষ নামের কলংক। তিনি গতকাল জেল হত্যা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র দেবাশীষ পালিতের সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। আলোচনায় অংশ নেন, অধ্যাপক মো মঈনুদ্দিন, অ্যাড. ফখরুউদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, মো. আলী শাহ, আলাউদ্দিন সাবেরী, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী, মো. সেলিম উদ্দিন, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, ডা. মো. সেলিম উদ্দিন প্রমুখ।
দক্ষিণ জেলা আ. লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা গতকাল সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে দেশ ও দলের সফল নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা। বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, মো. ইদ্রিস, মির্জা কছির উদ্দিন, অ্যাড. জহির উদ্দিন, প্রদীপ দাশ, খোরশেদ আলম, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, নুরুল আবছার চৌধুরী, অ্যাড. আবদুল হান্নান চৌধুরী মঞ্জু, অ্যাড. মুজিবুল হক, গোলাম ফারুক ডলার, আবদুল কাদের সুজন, অ্যাড. কামরুন নাহার, ডা. তিমির বরণ চৌধুরী, বিজয় কুমার বড়ুয়া, চেয়ারম্যান ওমর ফারুক প্রমুখ।
মহানগর মহিলা আ. লীগ : সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে জেলহত্যা দিবস উপলক্ষে মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সম্পাদকণ্ডলীর সদস্য রহমতুন্নেছা, হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আয়েশা ছিদ্দিকা, পারভীন আক্তার, সোনিয়া ইদ্রিস, আয়েশা আক্তার পান্না, জেনিফার, শিরীন আক্তার, কামরুন নাহার বেবি, রুমানা আক্তার রুমা, শাহীন ফেরদৌসী, চেমন আরা, কান্তা ইসলাম মিনু, জোহরা বেগম, হোসনে আরা সোমা, শাহীন আক্তার রোজী, নন্দিতা দাশ গুপ্তা, জাহেদা বেগম, মনোয়ার বেগম মনি, সুলতানা, শাবানা, তপতী সেন, সানিয়া কবির, জাহেদা বেগম প্রমুখ।
পটিয়া উপজেলা আ. লীগ : পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা সভা গতকাল আ ক ম সামশুজ্জমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ. লীগ সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাশেদ মনোয়ার, প্রদীপ দাশ, দেবব্রত দাশ দেবু, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্তী, আবদুল খালেক, আইয়ুব বাবুল, আবু ছালেহ চৌধুরী, চেয়ারম্যান এম এ হাশেম প্রমুখ।
এম এ লতিফের উদ্যোগ : এম এ লতিফ এমপির উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে সাংসদের ৩ নম্বর জেটি গেইটস্থ দলীয় কার্যালয়ে গতকাল সকাল ১১টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুল আজিজ মোল্লা, এম. হাসান মুরাদ, আব্দুল মতিন মাস্টার, আকবর হোসেন কবি, নায়েবুল ইসলাম ফটিক, বিবি মরিয়ম, মো. আফছার উদ্দিন, সৈয়দ মোহাম্মদ হোসেন, জহুর আলম, মো. সুফিউর রহমান টিপু, সালাহ উদ্দিন বাবর প্রমুখ।
রাউজান উপজেলা আ. লীগ : রাউজান উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবসের আলোচনা সভা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহাদুর, স্বপন দাশ গুপ্ত, বশির উদ্দিন খান, চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, জানে আলম জনি, আলমগীর আলী, জসিম উদ্দিন চৌধুরী, প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন নুরুল ইসলাম শাহ্জাহান, চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, নুরুল আবছার বাঁশি, আবদুর রহমান চৌধুরী প্রমুখ।
মহানগর যুবলীগ : মহানগর যুবলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে দারুল ফজলস্থ দলীয় কার্যালয়ে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা সংগঠনের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মো. হাফিজ উদ্দিন আনসারীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সাবেতুর রহমান রুমেল, সরোয়ার মোরশেদ কচি, আকবর হোসেন, সাইফুল ইসলাম, একরাম হোসেন, মশিউর রহমান ভূঁইয়া দিদার, শাখাওয়াত হোসেন স্বপন, মাসুদ রেজা, আবু সাইদ জন, হেলাল উদ্দিন, শহীদুল ইসলাম মুুকবুল, অধ্যাপক কাজী মুজিবর রহমান, রণজিৎ দে, মো. হাবিব উল্ল্যাহ নাহিদ, নুরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিগল, আবদুল রাজ্জাক দুলাল, সাবের আহমদ প্রমুখ।
মহানগর যুবলীগ: ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে জামাল খান প্রেসক্লাবস্থ আবদুল খালেক মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার। এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য অ্যাড. আনোয়ার হোসেন আজাদ, মাহাবুব আলম আজাদ, নেছার আহমদ, আবদুল আওয়াল, ওয়াহিদ হাসান, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
মহানগর কৃষক লীগ : জেল হত্যা দিবস উপলক্ষে কৃষক লীগ মহানগরের উদ্যোগে আলোচনা সভা দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাগতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ মারুফ, মো. সেলিম উদ্দিন, হাসনাত চৌধুরী, ডা. আর কে রুবেল, নুর উদ্দিন, অ্যাড. আবু আনিস খান, অ্যাড. রাজিয়া সুলতানা, ওমর আলী সুমন, আনিস আহমেদ মানিক, শাহাব উদ্দিন জুয়েল, নজরুল ইসলাম চৌধুরী, আনিস হাসান, ইফতেখার হাসান, মো. আবু সালেহ, সন্দ্বীপন মান্না, মো. আজিজুল হক প্রমুখ।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আ. লীগ : ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফইল্যাতলীস্থ সংগঠন কার্যালয়ে গতকাল সন্ধ্যা ৭টায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা এরশাদুল আমীন, প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও কাউন্সিল প্রার্থী অধ্যাপক মো. ইসমাইল, বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আমীন। সভা সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম সওদাগর। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা সুকুমার, নোয়াব আলী, জাহাঙ্গীর, শমসু,মান্নান, হানিফ, এমদাদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড : জেলহত্যা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে এক আলোচনা সভা গতকাল সন্ধ্যা ৬টায় আহ্বায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি।
অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদ : অবিনাশী ৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতা সন্তান পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে জাতীয় চার নেতার স্মরণে এক স্মরণসভা ও মিলাদ মাহফিল সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সীজার বড়ুয়ার পরিচালনায় উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পারভেজ মান্নান। বিশেষ অতিথি ছিলেন মো. রেদোয়ান, মেরাজ তাহসিন শফি, অধ্যাপিকা ফাতেমা জামান ডল, আমিনুল ইসলাম বাবু। বক্তব্য রাখেন এমরান মিয়া চৌধুরী, মুসফিকুর আলম শাহীন, আসাদুজ্জামান খান, ভাস্কর চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ, ওয়াহিদুল আলম শিমুল, নিজাম উদ্দিন সুলতান, জুলকার নাইন মাহমুদ, রুবা আহসান, আব্দুল আল মামুন প্রমুখ।