তুরস্কে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৫ জনে

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

তুরস্কের ইজমিরে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। সোমবার তুরস্কের জরুরি অধিদপ্তর একথা জানায়। খবর বাসসের।
অধিদপ্তর জানায়, ইজমিরে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ‘আমাদের মোট ৭৬ নাগরিক প্রাণ হারিয়েছে। এতে আহত ৯৬২ জনের মধ্যে ৭৪৩ জনকে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এখনো ২১৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে।’ এর আগে, অধিদপ্তর ৭৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল। রিখটার স্কেলে ৬.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সামোস দ্বীপের ১৯ কিলোমিটার উত্তরপশ্চিমে সমুদ্র তলদেশে। এতে ইজমিরের কমপক্ষে ২০টি ভবন ধসে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধইরানে করোনায় দৈনিক মৃত্যুর নতুন রেকর্ড
পরবর্তী নিবন্ধকাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলায় বন্দুকধারীদের হামলা, নিহত ১৯