পটিয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন সূর্যতরুণ ক্লাবের নতুন জার্সি উম্মোচন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে এক জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক বাহাদুর খাদেমী।
বিশেষ অতিথি ছিলেন ক্লাবের সভাপতি খুরশীদ আলম, ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু হোসাইনসহ স্থানীয় সাংবাদিক ও ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ক্লাবের নতুন এ জার্সির স্পন্সর করেন স্থানীয় নোঁঙর রেঁস্তোরা।