জনকল্যাণে কাজ করেই অমর হন কৃতী সন্তানরা

হাটহাজারীতে জসিমের শোকসভায় সালাম

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:২২ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ম. জসিম উদ্দিন স্মরণে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক শোক সভা গত ৩১ অক্টোবর কাচারী রোডস্থ একটি শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হাদী শফিউল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন- জনকল্যাণে কাজ করার মধ্যদিয়ে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন কৃতী সন্তানরা। জসিম উদ্দিন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান ও মরহুমের ছোট ভাই আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক সালাউদ্দিন মাহমুদ সেলু। হাটহাজারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম জাকির ও যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হোসেনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. দিদারুল আলম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও গড়দুয়ারার চেয়ারম্যান সরওয়ার মোরশেদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা মুক্তা, দপ্তর সম্পাদক হাসান শহীদ মিলন, ফরহাদাবাদের চেয়ারম্যান আলমগীর জামান, আওয়ামী লীগ নেতা ও পৌরসভা সহায়ক কমিটির সদস্য শামসুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সোলায়মান সওদাগর, সাবেক সহ-প্রচার সম্পাদক মোসলেহ উদ্দিন মাসুদ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি সোলায়মান চৌধুরী, অমৃত লাল দে, অধ্যাপক মোরশেদুল আলম, মো. আইয়ুব, মো. শাহাবুদ্দীন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান সাদী, আওয়ামী লীগ নেতা তসলিম হায়দার, এনাম চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহিব, মনির হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সৈয়দ নুর আলম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজিম, মো. এসকান্দর, মাস্টার, পরিমল দে, সৈয়দ বদর আলম, মো. আলী, আবদুল কাইয়ুম, মো. নাজিম উদ্দীন, মো. শাহেদুর রহমান, মো. শফি উল্যাহ, গিয়াস মেহেদী, মো. শাহ আলম, লোকমান চৌধুরী, সেকান্দর তুহিন, আবদুর রহিম, সিরাজুল ইসলাম, মো. সালাউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহেদ, হাটহাজারী কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মিজান, সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর। এছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শোক সভায় উপস্থিত ছিলেন। সভায় ম. জসিম উদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় চার নেতার স্মরণে ১১ নং ওয়ার্ডে আলোচনা সভা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আখতারুজ্জামান চৌধুরী স্মরণে দোয়া মাহফিল