বই জ্ঞান বিস্তারের প্রধান উপকরণ। জীবনকে জ্ঞানে – কর্মে পুণ্যে – পবিত্রতায় ভরিয়ে তুলে বই। শিক্ষা সংস্কৃতির বিস্তারে – বই- ই একমাত্র মাধ্যম। বইমেলা আমাদের দেশে আধুনিক একটি সাংস্কৃতিক অবদান। বইমেলায় প্রকাশক, লেখক, পাঠক হচ্ছে মূল অংশগ্রহণকারী। কিন্তু করোনাকালীন বইমেলা অনলাইনে পাঠকের চাহিদা মত কার্যক্রম শুরু করেছে। চট্টগ্রাম একাডেমির অনলাইন বইমেলায় লেখক, কবিদের, অসংখ্য বই, যেমন – বাংলা ছন্দের সহজ পাঠ, শিশু সাহিত্য ও আমাদের দায়বদ্ধতা, কী শোভা কী ছায়া গো, ছোটদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, উপন্যাস, ভ্রমণ কাহিনী, কিশোর কবিতা, মজার মজার গল্প, অনলাইন বই মেলাতে পাওয়া যাবে। আসলে বই মানুষের মনের খোরাক অন্তরের দোসর। তাই আসুন, অনলাইন বই মেলায় বই কিনি, বই পড়ি, প্রিয়জনকে বই উপহার দেই। পরিশেষে অনলাইন বই মেলায় সবার অংশ গ্রহণ ও সফলতা কামনা করছি।