আরকান সড়কের কালুরঘাট সেতুর পশ্চিম পাড়, মোহরা ও রাস্তার মাথা এলাকায় সড়কের মাঝখানে গাড়ি পার্কিং করে অবৈধভাবে সড়ক দখল করে রাখা হয় প্রতিনিয়ত। অপরদিকে কালুরঘাট সেতুর পশ্চিম পাড় থেকে নগরীর বিভিন্ন স্থানে যাত্রী পরিবহন করা ১নং ও ২নং গাড়িগুলি নিজেদের ইচ্ছেমত সড়কের মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠানামা করে থাকেন।
এছাড়াও সড়কের উপর গ্যারেজের গাড়ি রেখে মেরামত করা, স’মিলের গাছ রাখা, বিভিন্ন পণ্য বিক্রি করার দৃশ্য চোখে পড়ার মতো। অনেকেইতো সড়কের মাঝপথে গাড়ি রেখেই চায়ের দোকানে আড্ডায় মেতে ওঠেন। মাঝ পথে যাত্রী উঠা নামা করাটা যেন তাদের ব্যক্তিগত ব্যপার। কিন্তু বাকি গাড়িগুলি কোনদিক দিয়ে চলাচল করবে সেবিষয়ে তাদের কোন মাথাব্যথা নাই। তাদের অবস্থা দেখে মনে হয় যেন সড়কটি শুধু তাদের জন্য তৈরী করা হয়েছে। এতে করে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। সীমাহীন দুর্ভোগে পড়ে কর্মজীবী মানুষেরা। পারে না সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে। চট্টগ্রাম মেট্রোপলিটন (ট্রাফিক বিভাগ) কর্তৃপক্ষকে এই সড়কটি সরেজমিনে দেখে অবৈধভাবে দখলদারদের হাত থেকে মুক্ত করে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ. শিক্ষার্থী, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ।