দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম বলেন-নেদারল্যান্ড কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে গ্লোবাল লিডার। বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসের সাথে চিটাগাং চেম্বারের চমৎকার সম্পর্ক রয়েছে। গত ২৯ অক্টোবর সন্ধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেদারল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সাথে আলোচনা সভায় তিনি কথা বলেন।
মীরসরাইসহ ১০০টি ইকনোমিক জোনে বিনিয়োগ আকর্ষণের উপর গুরুত্বারোপ করে চেম্বার সভাপতি বলেন, বিনিয়োগকারী এবং নেদারল্যান্ডস’র সাথে বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যবসায়ীরা চট্টগ্রাম বন্দর সংক্রান্ত যে কোন বিষয়ে এই চেম্বারকে তাদের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারে। সমস্যা সমাধানে নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং লুঙ্মেবার্গের বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের জন্য একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন। যাতে করে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়।
এসময় রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বলেন- ডাচ্ ব্যবসায়ীরা জ্ঞাননির্ভর শিল্প যেমনঃ উদ্ভাবন, পদ্ধতি ও প্রক্রিয়াগত উন্নয়ন, প্রযুক্তি, সৃষ্টিশীল অর্থায়ন প্রকল্প ইত্যাদিতে বিনিয়োগ করতে ইচ্ছুক। আধুনিক সমাধানের মাধ্যমে শিল্পায়নের অগ্রগতিতে ত্বরান্বিত করতে তারা অত্যন্ত আগ্রহী। ডাচ্ বিনিয়োগকারীরা টেকনিক্যাল ক্ষেত্রে বিশেষ করে ছোট কিন্তু জটিল পদ্ধতিগত উন্নয়ন, আইসিটি, ইন্ডাস্ট্রিয়াল কম্পোন্যান্ট ম্যানুফেকচারিং ইত্যাদিতে বিনিয়োগ করতে চায়। তাই বিনিয়োগ আকর্ষণে আমাদের উপস্থাপনায় প্রয়োজনীয় পরিবর্তন জরুরি। এক্ষেত্রে যৌথ বিনিয়োগ ও সহায়তার লক্ষ্যে সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব তৈরি করতে হবে। ডাচ্রা নির্ভরযোগ্য ব্যবসায়িক অংশীদার চান। বাংলাদেশে বিনিয়োগ সুরক্ষা এবং মেধাসত্ত্ব রক্ষার ক্ষেত্রে আইনের প্রয়োগ কতটা প্রাধান্য পায় সে ব্যাপারে তারা অনেক বেশী সংবেদনশীল। এসময় আলোচানায় আরও অংশগ্রহণ করেন ব্রাসেলস মিশনের উপ-প্রধান ও মিনিস্টার-পলিটিক্যাল ফায়াজ মুরশিদ কাজী, চেম্বার পরিচালকবৃন্দ এ. কে. এম. আক্তার হোসেন, এস. এম. আবু তৈয়ব, অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, মো. আবদুল মান্নান সোহেল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাকিফ আহমেদ সালাম, নেদারল্যান্ডস’র বাংলাদেশি ব্যবসায়ী আশরাফুল হুদা ও লিটন, চেম্বার সেক্রেটারি ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক এবং বাংলাদেশ সেন্টার অব এঙিলেন্স’র সিইও মো. ওয়াসফি তামিম। প্রেস বিজ্ঞপ্তি।