চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন হালিশহর আর্টিলারি সেন্টার ও বিজিবি হেড কোয়ার্টারের আমন্ত্রণে গতকাল রোববার বিকালে সেন্টার কমান্ড্যান্ট ও রিজিয়ন কমান্ডারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে বিজিবি দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার ফরিদ হাসান ও হালিশহর আর্টিলারি সেন্টারের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল রুশো আলাদাভাবে চসিক প্রশাসককে ফুলেল স্বাগত জানান। সাক্ষাৎকালে হালিশহর আর্টিলারি সেন্টার ও বিজিবি হেড কোয়ার্টারের কমান্ড্যান্ট এবং কমান্ডার তাদের সেন্টার ও হেড কোয়ার্টারের পার্শ্বস্থ রাস্তা মেরামত করে সচল রাখা এবং সেন্টার ও রিজিয়নের অভ্যন্তরে জলাবদ্ধতার সমস্যা সমাধানে আশু পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। চসিক প্রশাসক সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনকারী এ দুই সংস্থার কার্যক্রম সুচারুভাবে পালনের লক্ষ্যে অবকাঠামোগত যেকোন সাপোর্ট দেয়ার ব্যাপারে তার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করেন। প্রশাসক বিজিবি রিজিয়ন ও আর্টিলারি সেন্টার সংলগ্ন পিসি রোড ও রিজিয়ন ও আর্টিলারিগামী অন্যান্য অভ্যন্তরীণ রাস্তার সৌন্দর্যবর্ধনে তাদের ভূমিকা প্রত্যাশা করেন। তিনি বলেন, ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে চট্টগ্রামে সামরিক স্থাপনার আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চসিক তার সীমিত সামর্থ্যের মধ্যে যোগাযোগ অবকাঠামোগত যেকোনো ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। এ সময় হালিশহর আর্টিলারি সেন্টারের কমান্ড্যান্ট, বিজিবির রিজিয়ন কমান্ডার, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।